হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
৪৬০৭
পরিচ্ছেদঃ প্রথম অনুচ্ছেদ
৪৬০৭-[২] ইমাম মালিক (রহিমাহুল্লাহ) ’আত্বা ইবনু ইয়াসার (রহঃ) হতে আরো অতিরিক্ত বর্ণনা করেছেন : ঐ ভালো স্বপ্নটি কোন মুসলিম নিজের জন্য দেখে থাকে অথবা অন্য কেউ তার জন্য দেখে। (বুখারী ও মুসলিম)[1]
[1] সহীহ : বুখারী ৬৯৯০, মুসলিম (৪৭৯)-২০৭, শু‘আবুল ঈমান ৪৭৫৩, আহমাদ ২৭৫৫৬, নাসায়ী ১০৪৫, তিরমিযী ২২৭৩, সিলসিলাতুস্ সহীহাহ্ ১৭৮৬, আবূ দাঊদ ৮৭৬, মালিক ৩৫১৯, ইবনু খুযায়মাহ্ ৫৪৮, ইবনু হিব্বান ৮৯৬, ‘নাসায়ী’র কুবরা ৭০৭।
الْفَصْلُ الْأَوَّلُ
وَزَادَ مَالِكٌ بِرِوَايَةِ عَطَاءِ بْنِ يَسَارٍ: «يَرَاهَا الرجل الْمُسلم أَو ترى لَهُ»
ব্যাখ্যাঃ (يَرَاهَا الرَّجُلُ الْمُسْلِمُ أَوْ تُرٰى لَهٗ) ভালো স্বপ্নটি কোন মুসলিম নিজের জন্য দেখে থাকে অথবা কেউ তার জন্য দেখে। অর্থাৎ কোন মুসলিম তার নিজের জন্য কোন সত্য স্বপ্ন দেখে অথবা অপর কোন মুসলিমের জন্য স্বপ্ন দেখবে। (মিরক্বাতুল মাফাতীহ)