পরিচ্ছেদঃ বকরীর গোশত খেয়ে অযু না করা

১৫৬) আমর বিন উমাইয়া যামরী (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বকরীর কাঁধের মাংস ছুরি দিয়ে কাটতে দেখেছেন। এমন সময় নামাযের আযান হয়ে গেলে ছুরি রেখে দিয়ে নামায আদায় করলেন। কিন্তু অযু করলেন না।

টিকাঃ প্রথম পর্যায়ে আগুনে সিদ্ধ করা মাংস খেলে অযুর বিধান প্রবর্তিত ছিল। পরে তা রহিত হয়ে যায়। শুধু উটের মাংস খেলে অযুর হুকুম বলবৎ থাকে। তাই উটের মাংস খেলে অযু বিনষ্ট হবে।

باب مَنْ لَمْ يَتَوَضَّأْ مِنْ لَحْمِ الشَّاةِ وَالسَّوِيقِ

১৫৬ـ عَنْ عَمْرِو بْنِ أُمَيَّةَ : أَنَّهُ رَأَى رَسُولَ اللَّهِ يَحْتَزُّ مِنْ كَتِفِ شَاةٍ، فَدُعِيَ إِلَى الصَّلاةِ، فَأَلْقَى السِّكِّينَ، فَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ. (بخارى:২০৮)

১৫৬ـ عن عمرو بن امية : انه راى رسول الله يحتز من كتف شاة، فدعي الى الصلاة، فالقى السكين، فصلى ولم يتوضا. (بخارى:২০৮)

Not repeating ablution after eating mutton and As-Sawiq


Narrated Ja`far bin `Amr bin Umaiya:

My father said, "I saw Allah's Messenger (ﷺ) taking a piece of (cooked) mutton from the shoulder region and then he was called for prayer. He put his knife down and prayed without repeating ablution.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ উমাইয়াহ যামরী (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
৪. কিতাবুল অযু (كتاب الوضوء) Ablutions (Wudu')