পরিচ্ছেদঃ ৭২. মহিলাদের জামাআতে নামায পড়া এবং তাদের ইমামের দাঁড়ানোর স্থান
১৪৭৬(১). আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... উম্মে ওয়ারাকা (রাঃ) থেকে বর্ণিত। তিনি (মহিলাদের জামায়াতে) ইমামতি করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার বাড়ির লোকদের ইমামতি করার অনুমতি দিয়েছেন।
بَابُ صَلَاةِ النِّسَاءِ جَمَاعَةً ، وَمَوْقِفِ إِمَامِهِنَّ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، ثَنَا أَحْمَدُ بْنُ مَنْصُورٍ ، ثَنَا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ ، ثَنَا الْوَلِيدُ بْنُ جُمَيْعٍ حَدَّثَتْنِي جَدَّتِي عَنْ أُمِّ وَرَقَةَ وَكَانَتْ تَؤُمُّ أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَذِنَ لَهَا أَنْ تَؤُمَّ أَهْلَ دَارِهَا
পরিচ্ছেদঃ ৭২. মহিলাদের জামাআতে নামায পড়া এবং তাদের ইমামের দাঁড়ানোর স্থান
১৪৭৭(২). আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... রিতা আল-হানাফী (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আয়েশা (রাঃ) আমাদের (নামাযে) ইমামতি করেন। তিনি ফরয নামাযে তাদের মাঝখানে (ইমামতির জন্য) দাঁড়ান।
بَابُ صَلَاةِ النِّسَاءِ جَمَاعَةً ، وَمَوْقِفِ إِمَامِهِنَّ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، ثَنَا أَحْمَدُ بْنُ مَنْصُورٍ ، ثَنَا يَزِيدُ بْنُ أَبِي حَكِيمٍ ، ثَنَا سُفْيَانُ ، حَدَّثَنِي مَيْسَرَةُ بْنُ حَبِيبٍ النَّهْدِيُّ عَنْ رَيْطَةَ الْحَنَفِيَّةِ قَالَتْ : أَمَّتْنَا عَائِشَةُ ، فَقَامَتْ بَيْنَهُنَّ فِي الصَّلَاةِ الْمَكْتُوبَةِ
পরিচ্ছেদঃ ৭২. মহিলাদের জামাআতে নামায পড়া এবং তাদের ইমামের দাঁড়ানোর স্থান
১৪৭৮(৩). আবু বাকর (রহঃ) ... হুজায়রা বিনতে হুসাইন (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উম্মে সালামা (রাঃ) আসরের নামাযে আমাদের ইমামতি করেন এবং তিনি আমাদের (প্রথম কাতারের) মাঝখানে দাঁড়ালেন। এই হাদীস আল-হাজ্জাজ ইবনে আরতাত (রহঃ) কাতাদা (রহঃ) থেকে বর্ণনা করেন। এতে তিনি সন্দেহে পতিত হন। হাদীসের হাফেজ শো’বা, সাঈদ (রহঃ) প্রমুখ তার সাথে বিরোধ করেছেন।
بَابُ صَلَاةِ النِّسَاءِ جَمَاعَةً ، وَمَوْقِفِ إِمَامِهِنَّ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ ، ثَنَا أَحْمَدُ بْنُ يُوسُفَ السُّلَمِيُّ ، ثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَنَا سُفْيَانُ عَنْ عَمَّارٍ الدُّهْنِيِّ عَنْ حُجَيْرَةَ بِنْتِ حُصَيْنٍ قَالَتْ : أَمَّتْنَا أُمُّ سَلَمَةَ فِي صَلَاةِ الْعَصْرِ فَقَامَتْ بَيْنَنَا . حَدِيثٌ رَوَاهُ حَجَّاجُ بْنُ أَرْطَاةَ عَنْ قَتَادَةَ فَوَهِمَ فِيهِ وَخَالَفَهُ الْحُفَّاظُ شُعْبَةُ وَسَعِيدٌ وَغَيْرُهُمَا
পরিচ্ছেদঃ ৭২. মহিলাদের জামাআতে নামায পড়া এবং তাদের ইমামের দাঁড়ানোর স্থান
১৪৭৯(৪). আহমাদ ইবনে নাসর ইবনে সানদুবিয়া (রহঃ) ... ইমরান ইবনে হুসাইন (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের নামায পড়াচ্ছিলেন। এক ব্যক্তি তার পিছনে কিরাআত পড়েন। নামাযশেষে তিনি বলেনঃ কোন ব্যক্তি তাদের সূরায় গড়মিল করে দিয়েছে? তারপর তিনি তাদেরকে ইমামের পিছনে কিরাআত পড়তে নিষেধ করেন। তাঁর উক্তি “তিনি তাদেরকে ইমামের পিছনে কিরাআত পড়তে নিষেধ করেন” এটা হাজ্জাজের ধারণাপ্রসূত কথা। শো’বা, সাঈদ ইবনে আবু আরূবা (রহঃ) প্রমুখ কাতাদা (রহঃ) থেকে যা বর্ণনা করেছেন সেটাই সঠিক।
بَابُ صَلَاةِ النِّسَاءِ جَمَاعَةً ، وَمَوْقِفِ إِمَامِهِنَّ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ نَصْرِ بْنِ سَنْدَوَيْهِ ، ثَنَا يُوسُفُ بْنُ مُوسَى ، ثَنَا سَلَمَةُ بْنُ الْفَضْلِ ، ثَنَا حَجَّاجُ بْنُ أَرْطَاةَ عَنْ قَتَادَةَ عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ قَالَ : كَانَ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يُصَلِّي بِالنَّاسِ وَرَجُلٌ يَقْرَأُ خَلْفَهُ فَلَمَّا فَرَغَ قَالَ : " مَنْ ذَا الَّذِي يَخْتَلِجُ سُورَتَهُمْ " . فَنَهَاهُمْ عَنِ الْقِرَاءَةِ خَلْفَ الْإِمَامِ . قَوْلُهُ : فَنَهَاهُمْ عَنِ الْقِرَاءَةِ خَلْفَ الْإِمَامِ وَهْمٌ مِنْ حَجَّاجٍ ، وَالصَّوَابُ مَا رَوَاهُ شُعْبَةُ وَسَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ وَغَيْرُهُمَا عَنْ قَتَادَةَ
পরিচ্ছেদঃ ৭২. মহিলাদের জামাআতে নামায পড়া এবং তাদের ইমামের দাঁড়ানোর স্থান
১৪৮০(৫). উমার ইবনে আহমাদ ইবনে আলী ইবনে আহমাদ আল-কাত্তান (রহঃ) ... ইমরান ইবনে হুসাইন (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুহরের নামায পড়েন এবং তাতে ’সাব্বিহিসমা রব্বিকাল আ’লা সূরা পড়েন। তিনি জিজ্ঞেস করেন, তোমাদের মধ্যে কে কিরাআত পড়েছে? এক ব্যক্তি বলল, আমি। তিনি বলেন, তাইতো আমি ধারণা করেছি, তোমাদের কেউ আমাকে জটিলতার মধ্যে নিক্ষেপ করেছে। শো’বা (রহঃ) বলেন, আমি কাতাদা (রহঃ)-কে জিজ্ঞেস করলাম, তিনি কি এটা অপছন্দ করেছেন? তিনি বলেন, তিনি তা অপছন্দ করলে নিষেধ করতেন।
بَابُ صَلَاةِ النِّسَاءِ جَمَاعَةً ، وَمَوْقِفِ إِمَامِهِنَّ
حَدَّثَنَا عُمَرُ بْنُ أَحْمَدَ بْنِ عَلِيٍّ الْقَطَّانُ ، ثَنَا مُحَمَّدُ بْنُ حَسَّانَ الْأَزْرَقُ ، ثَنَا شَبَابَةُ ، ثَنَا شُعْبَةُ عَنْ قَتَادَةَ عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - صَلَّى الظُّهْرَ فَقَرَأَ ( سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى ) فَقَالَ : " أَيُّكُمُ الْقَارِئُ ؟ " . فَقَالَ رَجُلٌ : أَنَا. قَالَ : " لَقَدْ ظَنَنْتُ أَنَّ بَعْضَكُمْ خَالَجَنِيهَا " . قَالَ شُعْبَةُ : فَقُلْتُ لِقَتَادَةَ : أَكَرِهَ ذَلِكَ قَالَ لَوْ كَرِهَ لَنَهَى عَنْهُ
পরিচ্ছেদঃ ৭২. মহিলাদের জামাআতে নামায পড়া এবং তাদের ইমামের দাঁড়ানোর স্থান
১৪৮১(৬). ইবরাহীম ইবনে হাম্মাদ (রহঃ) ... আল-মিসওয়ার ইবনে মাখরামা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি উমার (রাঃ)-কে নামায পড়তে দেখেছি। তখন তার ক্ষতস্থান দিয়ে রক্ত বের হচ্ছিল।
بَابُ صَلَاةِ النِّسَاءِ جَمَاعَةً ، وَمَوْقِفِ إِمَامِهِنَّ
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ حَمَّادٍ، ثَنَا الْعَبَّاسُ بْنُ يَزِيدَ ، ثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ عَنِ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ قَالَ : رَأَيْتُ عُمَرَ يُصَلِّي وَجُرْحُهُ يَثْعَبُ دَمًا