পরিচ্ছেদঃ ৪৮. পবিত্রতা হলো নামাযের চাবি
১৩২৭(১). ইবনে আবু দাউদ (রহঃ) ... আবু সাঈদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ উযু হলো নামাযের চাবি, তাকবীর (তাহরীমা) হলো তার (নামাযের বাইরের যাবতীয় হালাল কাজ) নিষিদ্ধকারী এবং সালাম হলো তার (নামাযের বাইরের যাবতীয় হালাল কাজ) বৈধকারী। ইবনে আবু দাউদের বর্ণনায় (উযু শব্দের পরিবর্তে) পবিত্রতা শব্দ উক্ত হয়েছে।
بَابُ مِفْتَاحُ الصَّلَاةِ الطُّهُورُ
حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ ، ثَنَا عَلِيُّ بْنُ الْمُنْذِرِ ، ثَنَا ابْنُ فُضَيْلٍ ، ثَنَا أَبُو سُفْيَانَ السَّعْدِيُّ ، ح : وَحَدَّثَنَا أَبُو حَامِدٍ مُحَمَّدُ بْنُ هَارُونَ الْحَضْرَمِيُّ ، ثَنَا أَبُو الْوَلِيدِ الْقُرَشِيُّ ، ثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ ، ثَنَا إِبْرَاهِيمُ بْنُ عُثْمَانَ عَنْ أَبِي سُفْيَانَ عَنْ أَبِي نَضْرَةَ عَنْ أَبِي سَعِيدٍ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " مِفْتَاحُ الصَّلَاةِ الْوُضُوءُ وَتَحْرِيمُهَا التَّكْبِيرُ وَتَحْلِيلُهَا التَّسْلِيمُ " . وَقَالَ ابْنُ أَبِي دَاوُدَ : " الطُّهُورُ
পরিচ্ছেদঃ ৪৮. পবিত্রতা হলো নামাযের চাবি
১৩২৮(২). আবদুল্লাহ ইবনে আবু দাউদ (রহঃ) ... সামুরা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নির্দেশ দিয়েছেন আমরা যেন আমাদের ইমামদের এবং আমাদের পরস্পরকে সালাম দেই।
بَابُ مِفْتَاحُ الصَّلَاةِ الطُّهُورُ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي دَاوُدَ ، ثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ وَعُمَرُ بْنُ شَبَّةَ وَمُحَمَّدُ بْنُ يَزِيدَ الَأَسْفَاطِيُّ قَالُوا : حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى بْنُ الْقَاسِمِ أَبُو بِشْرٍ ، ثَنَا هَمَّامٌ عَنْ قَتَادَةَ عَنِ الْحَسَنِ عَنْ سَمُرَةَ قَالَ : أَمَرَنَا رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَنْ نُسَلِّمَ عَلَى أَئِمَّتِنَا وَأَنْ يُسَلِّمَ بَعْضُنَا عَلَى بَعْضٍ
পরিচ্ছেদঃ ৪৮. পবিত্রতা হলো নামাযের চাবি
১৩২৯(৩). আবদুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আবদুল আযীয (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, কোন ব্যক্তি তাশাহহুদ পড়ার পরিমাণ সময় বসলে তার নামায পূর্ণ হয়ে যাবে।
بَابُ مِفْتَاحُ الصَّلَاةِ الطُّهُورُ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ ، ثَنَا إِسْحَاقُ بْنُ أَبِي إِسْرَائِيلَ ، ثَنَا أَبُو عَاصِمٍ عَنْ أَبِي عَوَانَةَ عَنِ الْحَكَمِ عَنْ عَاصِمٍ عَنْ عَلِيٍّ قَالَ : إِذَا قَعَدَ قَدْرَ التَّشَهُّدِ فَقَدْ تَمَّتْ صَلَاتُهُ
পরিচ্ছেদঃ ৪৮. পবিত্রতা হলো নামাযের চাবি
১৩৩০(৪). আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্রতা হলো নামযের চাবি, তাকবীর (তাহরীমা) হলো তার (নামাযের বাইরের যাবতীয় হালাল কাজ) হারামকারী এবং সালাম হলো তার (নামাযের বাইরের যাবতীয় হালাল কাজ পুনরায়) হালালকারী।
بَابُ مِفْتَاحُ الصَّلَاةِ الطُّهُورُ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ قَالَ : ، ثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ ، ثَنَا وَكِيعٌ وَزِيدُ بْنُ الْحُبَابِ ، ح : وَحَدَّثَنَا أَبُو بَكْرٍ ، ثَنَا أَحْمَدُ بْنُ مَنْصُورٍ ، ثَنَا يَزِيدُ بْنُ أَبِي حَكِيمٍ كُلُّهُمْ عَنْ سُفْيَانَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ عَنْ مُحَمَّدِ ابْنِ الْحَنَفِيَّةِ عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " مِفْتَاحُ الصَّلَاةِ الطُّهُورُ وَتَحْرِيمُهَا التَّكْبِيرُ وَتَحْلِيلُهَا التَّسْلِيمُ
পরিচ্ছেদঃ ৪৮. পবিত্রতা হলো নামাযের চাবি
১৩৩১(৫). মুহাম্মাদ ইবনে আমর ইবনুল বাখতারী (রহঃ) ... আবদুল্লাহ ইবনে যায়েদ (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ পবিত্রতা হলো নামাযের চাবি, তাকবীর (তাহরীমা) হলো তার (নামাযের বাইরের যাবতীয় হালাল কাজ) হারামকারী এবং সালাম হলো তার (নামাযের বাইরের যাবতীয় হালাল কাজ পুনরায়) হালালকারী।
بَابُ مِفْتَاحُ الصَّلَاةِ الطُّهُورُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ الْبَخْتَرِيِّ ، ثَنَا أَحْمَدُ بْنُ الْخَلِيلِ ، ثَنَا الْوَاقِدِيُّ ، ثَنَا يَعْقُوبُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي صَعْصَعَةَ عَنْ أَيُّوبَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي صَعْصَعَةَ عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ عَنْ عَمِّهِ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " افْتِتَاحُ الصَّلَاةِ الطُّهُورُ وَتَحْرِيمُهَا التَّكْبِيرُ وَتَحْلِيلُهَا التَّسْلِيمُ