পরিচ্ছেদঃ ৪৩. মহিলাদের গোসলের অবশিষ্ট পানি দিয়ে গোসল করা নিষেধ
৪১০(১). আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ ইবনে সাঈদ আল-মুকরী (রহঃ) ... আবদুল্লাহ্ ইবনে সারজিস (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের (গোসলের) অবশিষ্ট পানি দিয়ে পুরুষদের গোসল করতে এবং পুরুষদের (গোসলের) অবশিষ্ট পানি দিয়ে মহিলাদের গোসল করতে নিষেধ করেছেন। তবে উভয়ে (পাত্র থেকে) একসাথে পানি তোললে তা জায়েয।
শো’বা (রহঃ) এর বিপরীতার্থক হাদীস বর্ণনা করেছেন।
بَابُ النَّهْيِ ، عَنِ الْغُسْلِ بِفَضْلِ غُسْلِ الْمَرْأَةِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَعِيدٍ الْمُقْرِئُ ، ثَنَا أَبُو حَاتِمٍ الرَّازِيُّ ، نَا مُعَلَّى بْنُ أَسَدٍ ، نَا عَبْدُ الْعَزِيزِ بْنُ الْمُخْتَارِ ، عَنْ عَاصِمٍ الْأَحْوَلِ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَرْجِسَ : " أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - نَهَى أَنْ يَغْتَسِلَ الرَّجُلُ بِفَضْلِ الْمَرْأَةِ ، وَالْمَرْأَةُ بِفَضْلِ الرَّجُلِ ، وَلَكِنْ يَشْرَعَانِ جَمِيعًا " . خَالَفَهُ شُعْبَةُ
পরিচ্ছেদঃ ৪৩. মহিলাদের গোসলের অবশিষ্ট পানি দিয়ে গোসল করা নিষেধ
৪১১(২). আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... আবদুল্লাহ ইবনে সারজিস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, পুরুষের উযু ও গোসলের অবশিষ্ট পানি দিয়ে মহিলারা উযু ও গোসল করতে পারে। কিন্তু মহিলাদের গোসল ও উযুর অবশিষ্ট পানি দিয়ে পুরুষলোক উযু করবে না। এটি মাওকূফ হাদীস ও সহীহ এবং যথার্থতার দিক থেকে উত্তম।
بَابُ النَّهْيِ ، عَنِ الْغُسْلِ بِفَضْلِ غُسْلِ الْمَرْأَةِ
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، نَا الْحَسَنُ بْنُ يَحْيَى ، نَا وَهْبُ بْنُ جَرِيرٍ ، نَا شُعْبَةُ ، عَنْ عَاصِمٍ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَرْجِسَ ، قَالَ : " تَتَوَضَّأُ الْمَرْأَةُ وَتَغْتَسِلُ مِنْ فَضْلِ غُسْلِ الرَّجُلِ وَطَهُورِهِ ، وَلَا يَتَوَضَّأُ الرَّجُلُ بِفَضْلِ غُسْلِ الْمَرْأَةِ وَلَا طَهُورِهَا " . وَهَذَا مَوْقُوفٌ صَحِيحٌ ، وَهُوَ أَوْلَى بِالصَّوَابِ