পরিচ্ছেদঃ ৩০. ডান হাতের আগে বাম হাত ধৌত করা জায়েয
২৮৫(১). ইবনে সায়েদ (রহঃ) ... যিয়াদ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি আলী ইবনে আবু তালিব (রাঃ)-এর নিকট এসে তাকে উযু সম্পর্কে জিজ্ঞেস করলো। তিনি বলেন, আমি ডান থেকেও অথবা বাম থেকেও আরম্ভ করি। অতএব আমার সামনে তিনি মুখে বাতকর্মের অনুরূপ শব্দ করলেন, অতঃপর পানি আনার নির্দেশ দিলেন। তিনি ডান দিকের পূর্বে বাম দিক থেকে উযু শুরু করলেন।
بَابُ مَا رُوِيَ فِي جَوَازِ تَقْدِيمِ غَسْلِ الْيَدِ الْيُسْرَى عَلَى الْيُمْنَى
نَا ابْنُ صَاعِدٍ ، نَا عَبْدُ الْجَبَّارِ بْنُ الْعَلَاءِ ، ثَنَا مَرْوَانُ ، نَا إِسْمَاعِيلُ ، عَنْ زِيَادٍ ، قَالَ : جَاءَ رَجُلٌ إِلَى عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ فَسَأَلَهُ عَنِ الْوُضُوءِ ، فَقَالَ : أَبْدَأُ بِالْيَمِينِ أَوْ بِالشِّمَالِ ؟ فَأَضْرَطَ عَلِيٌّ بِهِ ، ثُمَّ دَعَا بِمَاءٍ ، فَبَدَأَ بِالشِّمَالِ قَبْلَ الْيَمِينِ
পরিচ্ছেদঃ ৩০. ডান হাতের আগে বাম হাত ধৌত করা জায়েয
২৮৬(২). মুহাম্মাদ ইবনুল কাসেম ইবনে যাকারিয়া (রহঃ) ... বনূ মাখযূমের মুক্তদাস যিয়াদ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি আলী (রাঃ)-কে জিজ্ঞেস করলো, আমি কি আমার ডান দিকের পূর্বে বাম দিক থেকে উযু আরম্ভ করতে পারি? অতএব আলী (রাঃ) মুখ দিয়ে বাতকর্মের অনুরূপ শব্দ করলেন (ঠাট্টাচ্ছলে) এবং পানি আনার নির্দেশ দিলেন। তিনি নিজের ডান দিকের পূর্বে বাম দিক থেকে উযু আরম্ভ করলেন।
بَابُ مَا رُوِيَ فِي جَوَازِ تَقْدِيمِ غَسْلِ الْيَدِ الْيُسْرَى عَلَى الْيُمْنَى
نَا مُحَمَّدُ بْنُ الْقَاسِمِ بْنِ زَكَرِيَّا ، نَا إِسْمَاعِيلُ ابْنُ بِنْتِ السُّدِّيِّ ، نَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ ، عَنْ زِيَادٍ مَوْلَى بَنِي مَخْزُومٍ ، قَالَ : سَأَلَ رَجُلٌ عَلِيًّا : أَبْدَأُ بِالشِّمَالِ قَبْلَ يَمِينِي فِي الْوُضُوءِ ؟ فَأَضْرَطَ بِهِ عَلِيٌّ رَضِيَ اللَّهُ عَنْهُ ، ثُمَّ دَعَا بِمَاءٍ ، فَبَدَأَ بِشِمَالِهِ قَبْلَ يَمِينِهِ
পরিচ্ছেদঃ ৩০. ডান হাতের আগে বাম হাত ধৌত করা জায়েয
২৮৭(৩). আহমাদ ইবনে আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ আল-ওয়াকীল (রহঃ) ... বনূ মাখযূমের মুক্তদাস যিয়াদ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আলী (রাঃ)-কে বলা হলো, আবু হুরায়রা (রাঃ) তাঁর ডান দিক থেকে উযু আরম্ভ করেন। অতএব আলী (রাঃ) পানি নিয়ে ডাকলেন এবং তার বাম থেকে উযু শুরু করেন।
بَابُ مَا رُوِيَ فِي جَوَازِ تَقْدِيمِ غَسْلِ الْيَدِ الْيُسْرَى عَلَى الْيُمْنَى
ثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدٍ الْوَكِيلُ ، نَا الْحَسَنُ بْنُ عَرَفَةَ ، نَا هُشَيْمٌ ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ ، عَنْ زِيَادٍ مَوْلَى بَنِي مَخْزُومٍ ، قَالَ : قِيلَ لِعَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ إِنَّ أَبَا هُرَيْرَةَ بَدَأَ بِمَيَامِنِهِ فِي الْوُضُوءِ . فَدَعَا بِمَاءٍ ، فَتَوَضَّأَ ، فَبَدَأَ بِمَيَاسِرِهِ
পরিচ্ছেদঃ ৩০. ডান হাতের আগে বাম হাত ধৌত করা জায়েয
২৮৮(৪). জা’ফার ইবনে মুহাম্মাদ আল-ওয়াসিতী (রহঃ) ... আবদুল্লাহ ইবনে আমর ইবনে হিন্দ (রহঃ) বলেন, আলী (রাঃ) বলেছেন, আমি যখন পরিপূর্ণরূপে উযু করি তখন আমার যে কোন অঙ্গ থেকে উযু আরম্ভ করতে পরোয়া করি না।
بَابُ مَا رُوِيَ فِي جَوَازِ تَقْدِيمِ غَسْلِ الْيَدِ الْيُسْرَى عَلَى الْيُمْنَى
نَا جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ الْوَاسِطِيُّ ، نَا مُوسَى بْنُ إِسْحَاقَ ، نَا أَبُو بَكْرٍ ، نَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ ، عَنْ عَوْفٍ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ هِنْدٍ قَالَ : قَالَ عَلِيٌّ عَلَيْهِ السَّلَامُ : مَا أُبَالِي إِذَا أَتْمَمْتُ وُضُوئِي بِأَيِّ أَعْضَائِي بَدَأْتُ
পরিচ্ছেদঃ ৩০. ডান হাতের আগে বাম হাত ধৌত করা জায়েয
২৮৯(৫). মুহাম্মাদ ইবনুল কাসেম (রহঃ) ... আওফ (রহঃ) থেকে এই সনদে উপরোক্ত হাদীস বর্ণিত হয়েছে।
بَابُ مَا رُوِيَ فِي جَوَازِ تَقْدِيمِ غَسْلِ الْيَدِ الْيُسْرَى عَلَى الْيُمْنَى
ثَنَا مُحَمَّدُ بْنُ الْقَاسِمِ ، نَا إِسْمَاعِيلُ بْنُ مُوسَى ، نَا مُعْتَمِرٌ وَخَلَفُ بْنُ أَيُّوبَ ، عَنْ عَوْفٍ ، بِهَذَا
পরিচ্ছেদঃ ৩০. ডান হাতের আগে বাম হাত ধৌত করা জায়েয
২৯০(৬). জা’ফার ইবনে মুহাম্মাদ (রহঃ) ... যিয়াদ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আলী (রাঃ) বলেছেন, আমি উযু করার সময় ডান দিকের পরিবর্তে বাম থেকে শুরু করার ব্যাপারে কোনরূপ ইতস্তত করি না।
بَابُ مَا رُوِيَ فِي جَوَازِ تَقْدِيمِ غَسْلِ الْيَدِ الْيُسْرَى عَلَى الْيُمْنَى
ثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ ، نَا مُوسَى ، نَا أَبُو بَكْرٍ ، نَا حَفْصُ بْنُ غِيَاثٍ ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ ، عَنْ زِيَادٍ قَالَ : قَالَ عَلِيٌّ : مَا أُبَالِي لَوْ بَدَأْتُ بِالشِّمَالِ قَبْلَ الْيَمِينِ إِذَا تَوَضَّأْتُ
পরিচ্ছেদঃ ৩০. ডান হাতের আগে বাম হাত ধৌত করা জায়েয
২৯১(৭). জা’ফার (রহঃ) ... মুজাহিদ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আবদুল্লাহ (রাঃ) বলেছেন, তুমি উযুর সময় তোমার দুই হাতের পরিবর্তে দুই পা আগে ধৌত করায় কোন দোষ নেই। হাদীসটি মুরসাল এবং প্রমাণিত নয়।
بَابُ مَا رُوِيَ فِي جَوَازِ تَقْدِيمِ غَسْلِ الْيَدِ الْيُسْرَى عَلَى الْيُمْنَى
نَا جَعْفَرٌ ، نَا مُوسَى ، نَا أَبُو بَكْرٍ ، نَا حَفْصُ بْنُ غِيَاثٍ ، عَنِ ابْنِ جُرَيْجٍ ، عَنْ سُلَيْمَانَ بْنِ مُوسَى ، عَنْ مُجَاهِدٍ قَالَ : قَالَ : عَبْدُ اللَّهِ لَا بَأْسَ أَنْ تَبْدَأَ بِرِجْلَيْكَ قَبْلَ يَدَيْكَ . هَذَا مُرْسَلٌ ، وَلَا يَثْبُتُ
পরিচ্ছেদঃ ৩০. ডান হাতের আগে বাম হাত ধৌত করা জায়েয
২৯২(৮). আহমাদ ইবনে আবদুল্লাহ আল-ওয়াকীল (রহঃ) ... আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তার নিকট এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করা হলো, সে তার বাম দিক থেকে উযু শুরু করে। তিনি বলেন, কোন আপত্তি নেই। এই হাদীস সহীহ।
بَابُ مَا رُوِيَ فِي جَوَازِ تَقْدِيمِ غَسْلِ الْيَدِ الْيُسْرَى عَلَى الْيُمْنَى
نَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ الْوَكِيلُ ، نَا الْحَسَنُ بْنُ عَرَفَةَ ، نَا هُشَيْمٌ ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الْمَسْعُودِيِّ ، حَدَّثَنِي سَلَمَةُ بْنُ كُهَيْلٍ ، عَنْ أَبِي الْعُبَيْدِ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ؛ أَنَّهُ سُئِلَ عَنْ رَجُلٍ تَوَضَّأَ فَبَدَأَ بِمَيَاسِرِهِ ، فَقَالَ : لَا بَأْسَ . صَحِيحٌ