পরিচ্ছেদঃ ৬. মাসজিদ প্রসঙ্গ - কবরের উপর মাসজিদ নির্মাণ করার বিধান
২৫২. আবূ হুরাইরা (রাঃ) হতে বৰ্ণিত। আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন : আল্লাহ তা’আলা ইয়াহুদীদের ধ্বংস করুন। কেননা তারা তাদের নবীদের কবরকে মাসজিদ বানিয়ে নিয়েছে। মুসলিম ’খ্রিস্টান’ শব্দটি বর্ধিত করেছেন।[1]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم: «قَاتَلَ اللَّهُ الْيَهُودَ: اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ». مُتَّفَقٌ عَلَيْهِ
وَزَادَ مُسْلِمُ: وَالنَّصَارَى
-
صحيح. رواه البخاري (437)، ومسلم (530)
পরিচ্ছেদঃ ৬. মাসজিদ প্রসঙ্গ - কবরের উপর মাসজিদ নির্মাণ করার বিধান
২৫৩. বুখারী ও মুসলিমে ’আয়িশা (রাঃ) থেকে বর্ণিত রয়েছে- ’তাদের মধ্যে কোন সৎ লোক মারা গেলে তারা তার কবরের উপর মাসজিদ বানাতো। এতে আরো আছে—“এরা সৃষ্টির মধ্যে নিকৃষ্টতম”।[1]
وَلَهُمَا: مِنْ حَدِيثِ عَائِشَةَ - رَضِيَ اللَّهُ عَنْهَا: «كَانُوا إِذَا مَاتَ فِيهِمْ الرَّجُلُ الصَّالِحُ بَنَوْا عَلَى قَبْرِهِ مَسْجِدًا». وَفِيهِ: «أُولَئِكَ شِرَارُ الْخَلْقِ
-
صحيح. رواه البخاري (427)، ومسلم (528)