হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
২৫৩

পরিচ্ছেদঃ ৬. মাসজিদ প্রসঙ্গ - কবরের উপর মাসজিদ নির্মাণ করার বিধান

২৫৩. বুখারী ও মুসলিমে ’আয়িশা (রাঃ) থেকে বর্ণিত রয়েছে- ’তাদের মধ্যে কোন সৎ লোক মারা গেলে তারা তার কবরের উপর মাসজিদ বানাতো। এতে আরো আছে—“এরা সৃষ্টির মধ্যে নিকৃষ্টতম”।[1]

وَلَهُمَا: مِنْ حَدِيثِ عَائِشَةَ - رَضِيَ اللَّهُ عَنْهَا: «كَانُوا إِذَا مَاتَ فِيهِمْ الرَّجُلُ الصَّالِحُ بَنَوْا عَلَى قَبْرِهِ مَسْجِدًا». وَفِيهِ: «أُولَئِكَ شِرَارُ الْخَلْقِ - صحيح. رواه البخاري (427)، ومسلم (528)


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ