পরিচ্ছেদঃ ৪. উযূর বিবরণ - উযূতে বিসমিল্লাহ বলার বিধান
৪৯। আবূ হুরাইরা (রাঃ) থেকে বৰ্ণিত। তিনি বলেন, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ’(উযূর শুরুতে) যে ব্যক্তি ’বিসমিল্লাহ’ না বলে, তার ওযূ শুদ্ধ হয় না’। ইবনু মাজাহ এটি দুর্বল সানাদে বর্ণনা করেছেন।[1]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم: «لَا وُضُوءَ لِمَنْ لَمْ يَذْكُرِ اسْمَ اللَّهِ عَلَيْهِ». أَخْرَجَهُ أَحْمَدُ, وَأَبُو دَاوُدَ, وَابْنُ مَاجَهْ, بِإِسْنَادٍ ضَعِيفٍ
-
حسن بشواهده. رواه أحمد (2/ 418)، وأبو داود (101)، وابن ماجه (399)
Narrated Abu Huraira (rad):
Allah’s Messenger (ﷺ) said: “There is no Wudu for one who does not mention Allah’s Name upon it. [Reported by Ahmad, Abu Da’ud and Ibn Majah with a weak chain of narrators].
পরিচ্ছেদঃ ৪. উযূর বিবরণ - উযূতে বিসমিল্লাহ বলার বিধান
৫০। তিরমিযীতে হাদীসটি সাঈদ বিন যায়দ থেকে বর্ণিত হয়েছে।[1]
وَلِلترْمِذِيِّ: عَنْ سَعِيدِ بْنِ زَيْدٍ
-
سنن الترمذي (25)
At-Tirmidhi reported something similar to the above from Sa’id bin Zaid.
পরিচ্ছেদঃ ৪. উযূর বিবরণ - উযূতে বিসমিল্লাহ বলার বিধান
৫১। আবূ সাঈদ হতে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন[1]। আহমাদ বলেন, ’বিসমিল্লাহ বলা প্রসঙ্গে কিছু প্রমাণিত নেই’।[2]
[2] যেমনটি ‘মাসায়েল ইবনু হানী’তে (১/১৬/৩) বর্ণিত হয়েছে। মুহাক্কিক সুমাইর আয-যুহাইরি বুলুগুল মারামের ব্যাখ্যা গ্রন্থে বলেন; কিন্তু হাদীসটি কতক সমর্থক হাদীস থাকার কারণে সহীহ। হাফেজ ইবনু হাজার ব্যতীত অন্যান্যরা একে সহীহ বলেছেন।
وَأَبِي سَعِيدٍ نَحْوُهُ
قَالَ أَحْمَدُ: لَا يَثْبُتُ فِيهِ شَيْءٌ
-
العلل الكبير (112 - 113)
كما في «مسائل ابن هانيء» (1/ 16/3) قلت: ولكن الحديث حسن بشواهده، وصححه غير واحد من الحافظ، وقد فصلت القول فيه في الأصل
and Abu Sa’id like this.
and Ahmad said that nothing is authenticated in it.