৫০

পরিচ্ছেদঃ ৪. উযূর বিবরণ - উযূতে বিসমিল্লাহ বলার বিধান

৫০। তিরমিযীতে হাদীসটি সাঈদ বিন যায়দ থেকে বর্ণিত হয়েছে।[1]

وَلِلترْمِذِيِّ: عَنْ سَعِيدِ بْنِ زَيْدٍ

-

سنن الترمذي (25)

وللترمذي: عن سعيد بن زيد - سنن الترمذي (25)


At-Tirmidhi reported something similar to the above from Sa’id bin Zaid.


হাদিসের মানঃ হাসান (Hasan)
বর্ণনাকারীঃ সাঈদ ইবনু যায়দ (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
বুলুগুল মারাম
পর্ব - ১ঃ পবিত্রতা (كتاب الطهارة)