পরিচ্ছেদঃ হিতাকাঙ্ক্ষীতার গুরুত্ব

আল্লাহ তাআলা বলেন,

إِنَّمَا الْمُؤْمِنُوْنَ إِخْوَةٌ

অর্থাৎ, সকল ঈমানদাররা তো পরস্পর ভাই ভাই। (সূরা হুজরাত ১০)

তিনি নূহ (আঃ)-এর কথা উল্লেখ ক’রে বলেছেন,

وَأنْصَحُ لَكُمْ

অর্থাৎ, (নূহ বলল,) আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি (বা হিতকামনা করছি)। (সূরা আ’রাফ ৬২)

তিনি হূদ (আঃ)-এর কথা উল্লেখ ক’রে বলেছেন,

وَأنَـا لَـكُمْ نَاصِـحٌ أمِـيْـنٌ

অর্থাৎ, (হূদ বলল,) আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত উপদেষ্টা (বা হিতাকাঙ্ক্ষী)। (সূরা ঐ ৬৮)


(৩৪৮৪) আবূ রুক্বাইয়াহ তামীম বিন আওস দারী (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বীন হল কল্যাণ কামনা করার নাম। আমরা বললাম, ’কার জন্য?’ তিনি বললেন, আল্লাহর জন্য, তাঁর কিতাবের জন্য, তাঁর রসূলের জন্য, মুসলিমদের শাসকদের জন্য এবং মুসলিম জনসাধারণের জন্য।

عَنْ أَبِي رُقَيَّةَ تَمِيمِ بنِ أوسٍ الدَّارِيِّ أَنَّ النَّبيّ ﷺ قَالَ الدِّينُ النَّصِيحةُ قُلنَا : لِمَنْ ؟ قَالَ لِلهِ وَلِكِتَابِهِ وَلِرَسُولِهِ وَلأئِمَّةِ المُسْلِمِينَ وَعَامَّتِهِمْ رواه مسلم

عن ابي رقية تميم بن اوس الداري ان النبي ﷺ قال الدين النصيحة قلنا : لمن ؟ قال لله ولكتابه ولرسوله ولاىمة المسلمين وعامتهم رواه مسلم

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব

পরিচ্ছেদঃ হিতাকাঙ্ক্ষীতার গুরুত্ব

(৩৪৮৫) জারীর ইবনে আব্দুল্লাহ (রাঃ) কর্তৃক বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট নামায কায়েম করা, যাকাত দেওয়া ও সকল মুসলিমের জন্য কল্যাণ কামনা করার উপর বায়আত করেছি।

عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللهِ قَالَ : بَايَعْتُ رَسُوْلَ الله ﷺ عَلٰى إقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ والنُّصْحِ لِكُلِّ مُسْلِمٍ مُتَّفَقٌ عَلَيهِ

عن جرير بن عبد الله قال : بايعت رسول الله ﷺ على اقام الصلاة وايتاء الزكاة والنصح لكل مسلم متفق عليه

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব

পরিচ্ছেদঃ হিতাকাঙ্ক্ষীতার গুরুত্ব

(৩৪৮৬) আনাস (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ প্রকৃত ঈমানদার হবে না; যতক্ষণ পর্যন্ত না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে, যা সে নিজের জন্য পছন্দ করে।

عَنْ أنَسٍ عَنِ النَّبِيّ ﷺ قَالَ لاَ يُؤمِنُ أحَدُكُمْ حَتّٰـى يُحِبَّ لِأَخِيْهِ مَا يُحبُّ لِنَفْسِهِ مُتَّفَقٌ عَلَيهِ

عن انس عن النبي ﷺ قال لا يومن احدكم حتـى يحب لاخيه ما يحب لنفسه متفق عليه

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব

পরিচ্ছেদঃ হিতাকাঙ্ক্ষীতার গুরুত্ব

(৩৪৮৭) আব্দুল্লাহ বিন আমর বিন আস (রাঃ) কর্তৃক বর্ণিত, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পছন্দ করে যে, সে দোযখ থেকে নিস্তার লাভ করে জান্নাত প্রবেশ করবে সে ব্যক্তির জন্য উচিত, যেন তার মৃত্যু তার কাছে সেই সময় আসে, যে সময় সে আল্লাহতে ও পরকালে ঈমান রাখে। আর লোকেদের সাথে সেইরূপ ব্যবহার করে যেরূপ ব্যবহার সে নিজের জন্য পছন্দ করে।

عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمْرٍو بْنِ الْعَاصِ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ مَنْ أَحَبَّ أَنْ يُزَحْزَحَ عَنِ النَّارِ وَيَدْخُلَ الْجَنَّةَ فَلْتَأْتِهِ مَنِيَّتُهُ وَهُوَ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الآخِرِ وَلْيَأْتِ إِلَى النَّاسِ الَّذِى يُحِبُّ أَنْ يُؤْتَى إِلَيْهِ

عن عبد الله بن عمرو بن العاص قال قال رسول الله ﷺ من احب ان يزحزح عن النار ويدخل الجنة فلتاته منيته وهو يومن بالله واليوم الاخر وليات الى الناس الذى يحب ان يوتى اليه

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব
দেখানো হচ্ছেঃ থেকে ৪ পর্যন্ত, সর্বমোট ৪ টি রেকর্ডের মধ্য থেকে