৩৪৮৫

পরিচ্ছেদঃ হিতাকাঙ্ক্ষীতার গুরুত্ব

(৩৪৮৫) জারীর ইবনে আব্দুল্লাহ (রাঃ) কর্তৃক বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট নামায কায়েম করা, যাকাত দেওয়া ও সকল মুসলিমের জন্য কল্যাণ কামনা করার উপর বায়আত করেছি।

عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللهِ قَالَ : بَايَعْتُ رَسُوْلَ الله ﷺ عَلٰى إقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ والنُّصْحِ لِكُلِّ مُسْلِمٍ مُتَّفَقٌ عَلَيهِ


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ