পরিচ্ছেদঃ তৃতীয় অনুচ্ছেদ - কিয়ামতের পূর্বলক্ষণসমূহ এবং দাজ্জালের বর্ণনা

৫৪৯২-[২৯] মুগীরাহ্ ইবনু শুবাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, দাজ্জাল সম্পর্কে রাসূলুল্লাহ (সা.) - এর কাছে আমার চেয়ে বেশি প্রশ্ন আর কেউ করেননি। তিনি আমাকে এটাও বলেছেন, সে তোমার কোন ক্ষতি করতে পারবে না। আমি বললাম, লোকেরা যেহেতু বলাবলি করে যে, তার (দাজ্জালের) সাথে রুটির পাহাড় এবং পানির ঝরনা থাকবে। তখন তিনি (সা.) বললেন, আল্লাহর নিকট তা তো খুবই সহজ (অর্থাৎ আল্লাহ তা’আলা দাজ্জালকে লাঞ্ছিত করবেন)। (বুখারী ও মুসলিম)

اَلْفصْلُ الثَّالِثُ (بَابُ الْعَلَامَاتِ بَيْنَ يَدَيِ السَّاعَةِ وَذِكْرِ الدَّجَّالِ)

عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ قَالَ: مَا سَأَلَ أَحَدٌ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَن الدجالِ أكثرَ مِمَّا سَأَلْتُهُ وَإِنَّهُ قَالَ لِي: «مَا يَضُرُّكَ؟» قُلْتُ: إِنَّهُمْ يَقُولُونَ: إِنَّ مَعَهُ جَبَلَ خُبْزٍ وَنَهَرَ مَاءٍ. قَالَ: هُوَ أَهْوَنُ عَلَى اللَّهِ من ذَلِك . مُتَّفق عَلَيْهِ

متفق علیہ ، رواہ البخاری (7122) و مسلم (115 / 2939)، (7378) ۔
(مُتَّفق عَلَيْهِ)

عن المغيرة بن شعبة قال: ما سال احد رسول الله صلى الله عليه وسلم عن الدجال اكثر مما سالته وانه قال لي: «ما يضرك؟» قلت: انهم يقولون: ان معه جبل خبز ونهر ماء. قال: هو اهون على الله من ذلك . متفق عليه متفق علیہ ، رواہ البخاری (7122) و مسلم (115 / 2939)، (7378) ۔ (متفق عليه)

ব্যাখ্যা: (وَإِنَّهُ قَالَ لِي: «مَا يَضُرُّكَ؟») নবী (সা.) আমাকে তোমার জন্য তার অনিষ্ট থেকে রক্ষাকারী হিসেবে যথেষ্ট। আমি বললাম, লোকেরা অথবা ইয়াহূদী ও খ্রিষ্টানরা বলছে তার নিকট পাহাড় পরিমাণ সম্পদ থাকবে এবং পানির সমুদ্র থাকবে। এর দ্বারা বুঝানো হয়েছে, সে সময়ে পানির সংকট দেখা দিবে এবং ফিতনাহ্-ফাসাদে পৃথিবী ভরে যাবে ও ভূ-পৃষ্ঠের বরকত উঠে যাবে।
(قَالَ: هُوَ أَهْوَنُ عَلَى اللَّهِ من ذَلِك) তিনি (সা.) বলেন, আল্লাহর তা'আলার নিকট এ সমস্ত খুবই সহজ। তিনি তাকে উক্ত ক্ষমতা প্রদান করবেন ঈমান পরীক্ষা করার জন্য। মু'মিন বান্দা তা দেখে মনে করবে এটা তার জন্য পরীক্ষা, তাই সে ঈমানের উপর দৃঢ় থাকবে কিন্তু কাফিররা পদস্খলিত হবে। অথবা উক্ত বাক্যাংশের অর্থ হচ্ছে, আল্লাহর তা'আলার জন্য এটি খুবই নগণ্য ব্যাপার যে, তিনি তার সত্যতার পক্ষে কিছু নিদর্শন প্রদান করবেন, যা দেখে বাহ্যিকভাবে মানুষ ধোঁকা খাবে। তা সত্ত্বেও আল্লাহ তা'আলা তার মাঝে প্রকাশ্য এমন আলামত দিয়ে দিবেন যা তার মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট হবে। তার কপালে কাফির’ লেখা থাকবে। যে পড়াশুনা জানে না, সেও পড়তে পারবে। (মিরকাতুল মাফাতীহ; ফাতহুল বারী ১৩তম খণ্ড, হা. ৭১২২)


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মিশকাতুল মাসাবীহ (মিশকাত)
পর্ব-২৭: ফিতনাহ (كتاب الْفِتَن)

পরিচ্ছেদঃ তৃতীয় অনুচ্ছেদ - কিয়ামতের পূর্বলক্ষণসমূহ এবং দাজ্জালের বর্ণনা

৫৪৯৩-[৩০] আবূ হুরায়রাহ্ (রাঃ) নবী (সা.) হতে বর্ণনা করেন। তিনি (সা.) বলেছেন: দাজ্জাল একটি ধবধবে সাদা বর্ণের গাধায় আরোহী হয়ে বের হবে। তার দু কানের মধ্যবর্তী স্থানটি সত্তর (দূরত্ব) পরিমাণ চওড়া হবে। (বায়হাক্বী’র “কিতাবুল বা’সি ওয়ান্ নুশূর”)

اَلْفصْلُ الثَّالِثُ (بَابُ الْعَلَامَاتِ بَيْنَ يَدَيِ السَّاعَةِ وَذِكْرِ الدَّجَّالِ)

وَعَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَخْرُجُ الدَّجَّالُ عَلَى حِمَارٍ أَقْمَرَ مَا بَيْنَ أُذُنَيْهِ سَبْعُونَ بَاعًا» . رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي «كِتَابِ الْبَعْثِ وَالنُّشُورِ»

لم اجدہ ، رواہ البیھقی فی البعث و النشور (لم اجدہ) * و روی البخاری فی التاریخ الکبیر (1 / 199) عن اسماعیل عن اخیہ عن سلیمان عن محمد بن عقبۃ بن ابی عتاب المدینی عن ابیہ عن ابی ھریرۃ عن النبی صلی اللہ علیہ و آلہ وسلم بہ و سندہ ضعیف ، محمد بن عقبۃ و ابوہ لم یوثقھما غری ابن حبان فیما اعلم ، و روی ابن ابی شیبۃ (15 / 161 ۔ 162 ح 37525) عن وکیع عن فطر عن ابی الطفیل عن رجل من اصحاب النبی صلی اللہ علیہ و آلہ وسلم قال :’’ یخرج الدجال علی حمار رجس ، رجس علی رجس ‘‘ و سندہ حسن ۔
(ضَعِيف)

وعن ابي هريرة عن النبي صلى الله عليه وسلم قال: «يخرج الدجال على حمار اقمر ما بين اذنيه سبعون باعا» . رواه البيهقي في «كتاب البعث والنشور» لم اجدہ ، رواہ البیھقی فی البعث و النشور (لم اجدہ) * و روی البخاری فی التاریخ الکبیر (1 / 199) عن اسماعیل عن اخیہ عن سلیمان عن محمد بن عقبۃ بن ابی عتاب المدینی عن ابیہ عن ابی ھریرۃ عن النبی صلی اللہ علیہ و آلہ وسلم بہ و سندہ ضعیف ، محمد بن عقبۃ و ابوہ لم یوثقھما غری ابن حبان فیما اعلم ، و روی ابن ابی شیبۃ (15 / 161 ۔ 162 ح 37525) عن وکیع عن فطر عن ابی الطفیل عن رجل من اصحاب النبی صلی اللہ علیہ و آلہ وسلم قال :’’ یخرج الدجال علی حمار رجس ، رجس علی رجس ‘‘ و سندہ حسن ۔ (ضعيف)

ব্যাখ্যা: (حِمَارٍ أَقْمَرَ) শুভ্র গাধা তথা দাজ্জাল উজ্জ্বল চেহেরা বিশিষ্ট ধবধবে সাদা গাধার পিঠে আরোহণ করে আবির্ভূত হবে। গাধাটির দুই কানের মধ্যের দূরত্ব হবে ৭০ গজ। (মিরক্কাতুল মাফাতীহ)


হাদিসের মানঃ যঈফ (Dai'f)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মিশকাতুল মাসাবীহ (মিশকাত)
পর্ব-২৭: ফিতনাহ (كتاب الْفِتَن)
দেখানো হচ্ছেঃ থেকে ২ পর্যন্ত, সর্বমোট ২ টি রেকর্ডের মধ্য থেকে