ইসলামী জীবন-ধারা কুরআনের প্রতি আদব আবদুল হামীদ ফাইযী
কুরআন পড়তে পড়তে তসবীহর কথা এলে তসবীহ পড়া এবং আযাবের কথা এলে আযাব থেকে পানাহ ও রহমতের কথা এলে রহমত চেয়ে প্রার্থনা করা সুন্নাত
আল্লাহর রসূল (ﷺ) এরূপই করতেন।[1]
[1]. মুসলিম আল-মাকতাবাতুশ-শামেলা হা/৭২৭