প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত দ্বিতীয় অধ্যায় - সালাত (নামায) অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
১৫২. ইমাম যদি বিনা ওযুতে সালাত পড়ানোর পর মনে হয় যে, তার ওযূ ছিল না বা ওযু ছুটে গিয়েছিল তখন কী হবে?
মুক্তাদীদের সালাত আদায় হয়ে যাবে। তবে ইমাম সাহেব যোহরের ফরযের নিয়তে একা চার রাকাআত পড়ে নেবেন।