প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত দ্বিতীয় অধ্যায় - সালাত (নামায) অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
১৫১. নামাযরত অবস্থায় যদি ইমামের ওযু ছুটে যায় তাহলে তিনি কী করবেন?
পেছন থেকে একজনকে টেনে এনে ইমামের জায়গায় দাঁড় করিয়ে ওযু করতে চলে যাবেন। ওযু শেষে পূর্বের নিয়মে [আগের প্রশ্নের উত্তর] বাকি নামায আদায় করবেন।