বাজানা হারাম। কিন্তু হারিয়ে যাওয়ার ভয়ে গরু ছাগলের গলায় ঘণ্টা বাঁধা বৈধ কি?

রাসুলুল্লাহ বলেছেন, “সেই কাফেলার সঙ্গে (রহমতের) ফিরিশতা থাকেন না, যাতে কুকুর কিংবা ঘুঙুর থাকে।” (মুসলিম) তিনি আরও বলেছেন, “ঘণ্টা ও ঘুঙুর শয়তানের বাঁশি।” (বুখারী ও মুসলিম)

সুতরাং অপ্রয়োজনে তা ব্যবহার করা বৈধ নয়। তবে প্রয়োজনে হারিয়ে যাবার ভয়ে পশুর গলায়, টেলিফোনের বা মোবাইলের রিং-টোনে, এলার্ম ঘড়িতে, বাড়ীর কলিং বেল ইত্যাদিতে ব্যবহার করা দূষণীয় নয়। (ইবনে জিবরীন)

প্রকাশ থাকে যে, এ সব ক্ষেত্রে মিউজিক জাতীয় কিছু ব্যবহার করা বৈধ নয়। বৈধ হল সাধারণ রিং।