লাওহে মাহফূয বিষয়ক আয়াতসমূহ ২ টি
৮৫ আল-বুরুজ
৮৫:২১ بَلۡ هُوَ قُرۡاٰنٌ مَّجِیۡدٌ ﴿ۙ۲۱﴾
বরং তা সম্মানিত কুরআন। আল-বায়ান
(কাফিররা অমান্য করলেও এ কুরআনের কোনই ক্ষতি হবে না) বস্তুতঃ এটা সম্মানিত কুরআন, তাইসিরুল
এটা কুরআন, মুজিবুর রহমান
But this is an honored Qur'an Sahih International
২১. বস্তুত এটা সম্মানিত কুরআন,
-
তাফসীরে জাকারিয়া২১। বরং এটা গৌরবান্বিত কুরআন।
-
তাফসীরে আহসানুল বায়ান
৮৫ আল-বুরুজ
৮৫:২২ فِیۡ لَوۡحٍ مَّحۡفُوۡظٍ ﴿۲۲﴾
সুরক্ষিত ফলকে (লিপিবদ্ধ)। আল-বায়ান
সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ। তাইসিরুল
সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ। মুজিবুর রহমান
[Inscribed] in a Preserved Slate. Sahih International
২২. সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ।
-
তাফসীরে জাকারিয়া২২। সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ। [1]
[1] অর্থাৎ, লাউহে মাহ্ফূযে লিপিবদ্ধ আছে। যেখানে ফিরিশতাগণ তার সংরক্ষণের জন্য নিযুক্ত আছেন। আল্লাহ তাআলা প্রয়োজন ও চাহিদানুযায়ী তা অবতীর্ণ করে থাকেন।
তাফসীরে আহসানুল বায়ান
দেখানো হচ্ছেঃ ১ থেকে ২ পর্যন্ত, সর্বমোট ২ টি রেকর্ডের মধ্য থেকে