৮৫ সূরাঃ আল-বুরুজ | Al-Buruj | سورة البروج - আয়াতঃ ২২
৮৫:২২ فِیۡ لَوۡحٍ مَّحۡفُوۡظٍ ﴿۲۲﴾
فی لوح محفوظ ﴿۲۲﴾

সুরক্ষিত ফলকে (লিপিবদ্ধ)। আল-বায়ান

সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ। তাইসিরুল

সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ। মুজিবুর রহমান

[Inscribed] in a Preserved Slate. Sahih International

২২. সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ।

-

তাফসীরে জাকারিয়া

২২। সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ। [1]

[1] অর্থাৎ, লাউহে মাহ্ফূযে লিপিবদ্ধ আছে। যেখানে ফিরিশতাগণ তার সংরক্ষণের জন্য নিযুক্ত আছেন। আল্লাহ তাআলা প্রয়োজন ও চাহিদানুযায়ী তা অবতীর্ণ করে থাকেন।

তাফসীরে আহসানুল বায়ান