১০৫:২ اَلَمۡ یَجۡعَلۡ كَیۡدَهُمۡ فِیۡ تَضۡلِیۡلٍ ۙ﴿۲﴾
الم یجعل كیدهم فی تضلیل ﴿۲﴾
তিনি কি তাদের ষড়যন্ত্র ব্যর্থতায় পর্যবসিত করেননি? আল-বায়ান
তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি? তাইসিরুল
তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি? মুজিবুর রহমান
Did He not make their plan into misguidance? Sahih International
২. তিনি কি তাদের কৌশল ব্যর্থতায় পর্যবসিত করে দেননি?
-
তাফসীরে জাকারিয়া২। তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেন নি? [1]
[1] অর্থাৎ, সেই ব্যক্তি, যে কা’বাগৃহকে ধ্বংস করার উদ্দেশ্যে এসেছিল তাকে তাতে অসফল করলেন। এখানে জিজ্ঞাসা সাব্যস্তের জন্য।
তাফসীরে আহসানুল বায়ান