৯৬ সূরাঃ আল-আলাক | Al-Alaq | سورة العلق - আয়াতঃ ১৬
৯৬:১৬ نَاصِیَۃٍ كَاذِبَۃٍ خَاطِئَۃٍ ﴿ۚ۱۶﴾
ناصیۃ كاذبۃ خاطئۃ ﴿۱۶﴾

মিথ্যাবাদী, পাপিষ্ঠ কপাল। আল-বায়ান

মিথ্যাচারী পাপাচারী চুলগুচ্ছ তাইসিরুল

মিথ্যাবাদী, পাপিষ্ঠের কেশগুচ্ছ। মুজিবুর রহমান

A lying, sinning forelock. Sahih International

১৬. মিথ্যাচারী, পাপিষ্ঠ সম্মুখ-চুলের-গুচ্ছ।

-

তাফসীরে জাকারিয়া

১৬। যা মিথ্যাবাদী, পাপিষ্ঠ চুলের ঝুঁটি। [1]

[1] চুলের ঝুঁটির উক্ত গুণ রূপক হিসাবে ব্যবহার হয়েছে। (আসলে এ গুণ ঐ চুলের ঝুঁটি-ওয়ালার। যে) মিথ্যাবাদী নিজের কথায় ও পাপাচারী নিজের কর্মে।

তাফসীরে আহসানুল বায়ান