৮৭:১১ وَ یَتَجَنَّبُهَا الۡاَشۡقَی ﴿ۙ۱۱﴾
و یتجنبها الاشقی ﴿۱۱﴾
আর হতভাগাই তা এড়িয়ে যায়। আল-বায়ান
আর তা উপেক্ষা করবে যে চরম হতভাগা। তাইসিরুল
আর ওটা উপেক্ষা করবে সে, যে নিতান্ত হতভাগা। মুজিবুর রহমান
But the wretched one will avoid it - Sahih International
১১. আর তা উপেক্ষা করবে যে নিতান্ত হতভাগ্য,
-
তাফসীরে জাকারিয়া১১। আর নিতান্ত হতভাগ্য তা উপেক্ষা করবে। [1]
[1] অর্থাৎ, সেই উপদেশ দ্বারা তারা উপকৃত হবে না। কেননা, কুফরীতে অবিচলতা ও আল্লাহর অবাধ্যাচরণ তাদের মাঝে অব্যাহত থাকে।
তাফসীরে আহসানুল বায়ান