৮২:১ اِذَا السَّمَآءُ انۡفَطَرَتۡ ۙ﴿۱﴾
اذا السمآء انفطرت ﴿۱﴾
যখন আসমান বিদীর্ণ হবে। আল-বায়ান
যখন আসমান ফেটে যাবে, তাইসিরুল
আকাশ যখন বিদীর্ণ হবে, মুজিবুর রহমান
When the sky breaks apart Sahih International
১. যখন আসমান বিদীর্ণ হবে,
-
তাফসীরে জাকারিয়া১। আকাশ যখন বিদীর্ণ হবে। [1]
[1] অর্থাৎ, আল্লাহর আদেশ এবং তাঁর ভয়ে (আসমান) ফেটে যাবে এবং ফিরিশতাগণ নিচে অবতরণ করবেন।
তাফসীরে আহসানুল বায়ান