৮১:২৮ لِمَنۡ شَآءَ مِنۡكُمۡ اَنۡ یَّسۡتَقِیۡمَ ﴿ؕ۲۸﴾
لمن شآء منكم ان یستقیم ﴿۲۸﴾
যে তোমাদের মধ্যে সরল পথে চলতে চায়, তার জন্য। আল-বায়ান
তার জন্য- যে তোমাদের মধ্যে সরল সঠিক পথে চলতে চায়। তাইসিরুল
তোমাদের মধ্যে যে সরল পথে চলতে চায় তার জন্য। মুজিবুর রহমান
For whoever wills among you to take a right course. Sahih International
২৮. তোমাদের মধ্যে যে সরল পথে চলতে চায়, তার জন্য।(১)
(১) অন্য কথায় বলা যায়, এ বাণীটি তো সারা দুনিয়ার মানুষের জন্য উপদেশ একথা ঠিক, কিন্তু এর থেকে ফায়দা একমাত্র সেই ব্যক্তি হাসিল করতে পারে যে নিজে সত্যসরল পথে চলতে চায়। এ উপদেশ থেকে উপকৃত হবার জন্য মানুষের সত্য-সন্ধানী ও সত্য প্রিয় হওয়া প্ৰথম শর্ত। [বাদায়িউত তাফসীর]
তাফসীরে জাকারিয়া২৮। তোমাদের মধ্যে যে সরল পথে চলতে চায় তার জন্য।
-
তাফসীরে আহসানুল বায়ান