৮১:১৮ وَ الصُّبۡحِ اِذَا تَنَفَّسَ ﴿ۙ۱۸﴾
و الصبح اذا تنفس ﴿۱۸﴾
আর কসম প্রভাতের, যখন তা আগমন করে। আল-বায়ান
আর ঊষার যখন তা নিঃশ্বাস ফেলে অন্ধকারকে বের করে দেয়, তাইসিরুল
আর উষার যখন ওর আবির্ভাব হয়, মুজিবুর রহমান
And by the dawn when it breathes Sahih International
১৮. শপথ প্ৰভাতের যখন তার আবির্ভাব হয়,
-
তাফসীরে জাকারিয়া১৮। আর ঊষার, যখন তার আবির্ভাব হয়। [1]
[1] অর্থাৎ, যখন সে প্রকাশ পায় ও উদয় হয় অথবা উজ্জ্বল হয়ে বের হয়ে আসে।
তাফসীরে আহসানুল বায়ান