৭৯ সূরাঃ আন-নাযি'আত | An-Nazi'at | سورة النازعات - আয়াতঃ ২৮
৭৯:২৮ رَفَعَ سَمۡكَهَا فَسَوّٰىهَا ﴿ۙ۲۸﴾
رفع سمكها فسوىها ﴿۲۸﴾

তিনি এর ছাদকে উচ্চ করেছেন এবং তাকে সুসম্পন্ন করেছেন। আল-বায়ান

তার ছাদ অনেক উচ্চে তুলেছেন, অতঃপর তাকে ভারসাম্যপূর্ণ করেছেন। তাইসিরুল

তিনি এটাকে সুউচ্চ ও সুবিন্যস্ত করেছেন। মুজিবুর রহমান

He raised its ceiling and proportioned it. Sahih International

২৮. তিনি এর ছাদকে সুউচ্চ করেছেন ও সুবিন্যস্ত করেছেন।

-

তাফসীরে জাকারিয়া

২৮। তিনি তার ছাদকে সুউচ্চ ও সুবিন্যস্ত করেছেন।[1]

[1] কোন কোন আলেম سمك -এর অর্থ ছাদ বলেছেন। সুবিন্যস্ত করার অর্থ হল, তাকে এমন আকৃতি ও গঠন দান করা, যাতে তাতে কোন প্রকার খুঁত, ত্রুটি, বঙ্কিমতা ও ফাটল না থাকে।

তাফসীরে আহসানুল বায়ান