৭৭:২৯ اِنۡطَلِقُوۡۤا اِلٰی مَا كُنۡتُمۡ بِهٖ تُكَذِّبُوۡنَ ﴿ۚ۲۹﴾
انطلقوا الی ما كنتم بهٖ تكذبون ﴿۲۹﴾
(তাদেরকে বলা হবে), তোমরা যা অস্বীকার করতে সেদিকে গমন কর। আল-বায়ান
(তাদেরকে বলা হবে) ‘চলো তার দিকে তোমরা যাকে মিথ্যে ব’লে প্রত্যাখ্যান করতে। তাইসিরুল
তোমরা যাকে অস্বীকার করতে, চল তারই দিকে। মুজিবুর রহমান
[They will be told], "Proceed to that which you used to deny. Sahih International
২৯. তোমরা যাতে মিথ্যারোপ করতে, চল তারই দিকে।
-
তাফসীরে জাকারিয়া(২৯) তোমরা যাকে মিথ্যাজ্ঞান করতে, চল তারই দিকে। [1]
[1] এ কথা ফিরিশতারা জাহান্নামীদেরকে বলবেন।
তাফসীরে আহসানুল বায়ান