৭০ সূরাঃ আল-মা'আরিজ | Al-Ma'arij | سورة المعارج - আয়াতঃ ৪৪
৭০:৪৪ خَاشِعَۃً اَبۡصَارُهُمۡ تَرۡهَقُهُمۡ ذِلَّۃٌ ؕ ذٰلِكَ الۡیَوۡمُ الَّذِیۡ كَانُوۡا یُوۡعَدُوۡنَ ﴿۴۴﴾
خاشعۃ ابصارهم ترهقهم ذلۃ ذلك الیوم الذی كانوا یوعدون ﴿۴۴﴾

অবনত চোখে। লাঞ্ছনা তাদেরকে আচ্ছন্ন করবে! এটিই সেদিন যার ওয়াদা তাদেরকে দেয়া হয়েছিল। আল-বায়ান

তাদের দৃষ্টি হবে অবনমিত, লাঞ্ছনা তাদেরকে আচ্ছন্ন করবে। এটাই হল সেই দিন যার ও‘য়াদা তাদেরকে দেয়া হচ্ছিল। তাইসিরুল

অবনত নেত্রে; হীনতা তাদেরকে আচ্ছন্ন করবে; এটাই সেদিন, যে বিষয়ে সতর্ক করা হয়েছিল তাদেরকে। মুজিবুর রহমান

Their eyes humbled, humiliation will cover them. That is the Day which they had been promised. Sahih International

৪৪. অবনত নেত্ৰে; হীনতা তাদেরকে আচ্ছন্ন করবে; এটাই সে দিন, যার বিষয়ে সতর্ক করা হয়েছিল তাদেরকে।

-

তাফসীরে জাকারিয়া

(৪৪) অবনত নেত্রে;[1] হীনতা তাদেরকে আচ্ছন্ন করবে।[2] এটাই সেই দিন, যার বিষয়ে তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।[3]

[1] যেমনভাবে অপরাধীদের দৃষ্টি অবনত থাকে। কারণ, তারা তাদের অপরাধ সম্পর্কে অবগত থাকে।

[2] অর্থাৎ, কঠিন লাঞ্ছনা তাদেরকে ঘিরে ধরবে এবং তাদের চেহারা ভয়ে কালো হয়ে যাবে।

[3] অর্থাৎ, রসূলগণের জবান এবং আসমানী কিতাবসমূহের মাধ্যমে।

তাফসীরে আহসানুল বায়ান