৭০:২১ وَّ اِذَا مَسَّهُ الۡخَیۡرُ مَنُوۡعًا ﴿ۙ۲۱﴾
و اذا مسه الخیر منوعا ﴿۲۱﴾
আর যখন কল্যাণ তাকে স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিশয় কৃপণ। আল-বায়ান
কল্যাণ তাকে স্পর্শ করলে সে হয়ে পড়ে অতি কৃপণ, তাইসিরুল
আর যখন কল্যাণ তাকে স্পর্শ করে তখন সে হয় অতি কৃপণ। মুজিবুর রহমান
And when good touches him, withholding [of it], Sahih International
২১. আর যখন কল্যাণ তাকে সম্পর্শ করে সে হয় অতি কৃপণ;
-
তাফসীরে জাকারিয়া(২১) আর যখন তাকে কল্যাণ স্পর্শ করে, তখন সে হয় অতি কৃপণ।
-
তাফসীরে আহসানুল বায়ান