৬৯:২৯ هَلَكَ عَنِّیۡ سُلۡطٰنِیَهۡ ﴿ۚ۲۹﴾
هلك عنی سلطنیه ﴿۲۹﴾
‘আমার ক্ষমতাও আমার থেকে চলে গেল! আল-বায়ান
আমার (সব) ক্ষমতা আধিপত্য নিঃশেষ হয়ে গেছে, তাইসিরুল
আমার ক্ষমতাও অপসৃত হয়েছে। মুজিবুর রহমান
Gone from me is my authority." Sahih International
২৯. আমার ক্ষমতাও বিনষ্ট হয়েছে।
-
তাফসীরে জাকারিয়া(২৯) আমার ক্ষমতাও অপসৃত হয়েছে।’ [1]
[1] অর্থাৎ, যেমন আমার মাল আমার কোন উপকারে এল না, অনুরূপ উচ্চপদ, মর্যাদা, আধিপত্য ও রাজত্বও আমার কোন কাজে দিল না। আজ আমি একাই এখানে সাজা ভুগতে বাধ্য।
তাফসীরে আহসানুল বায়ান