৬৮ সূরাঃ আল-কলম | Al-Qalam | سورة القلم - আয়াতঃ ৩৬
৬৮:৩৬ مَا لَكُمۡ ٝ كَیۡفَ تَحۡكُمُوۡنَ ﴿ۚ۳۶﴾
ما لكم ٝ كیف تحكمون ﴿۳۶﴾

তোমাদের কী হল, তোমরা কিভাবে ফয়সালা করছ? আল-বায়ান

তোমাদের কী হয়েছে, তোমরা কেমনভাবে বিচার করে সিদ্ধান্ত দিচ্ছ? তাইসিরুল

তোমাদের কি হয়েছে? তোমাদের এ কেমন সিদ্ধান্ত? মুজিবুর রহমান

What is [the matter] with you? How do you judge? Sahih International

৩৬. তোমাদের কী হয়েছে, তোমরা এ কেমন সিদ্ধান্ত দিচ্ছ?

-

তাফসীরে জাকারিয়া

(৩৬) তোমাদের কি হয়েছে? তোমাদের এ কেমন সিদ্ধান্ত?

-

তাফসীরে আহসানুল বায়ান