৬৮ সূরাঃ আল-কলম | Al-Qalam | سورة القلم - আয়াতঃ ৩০
৬৮:৩০ فَاَقۡبَلَ بَعۡضُهُمۡ عَلٰی بَعۡضٍ یَّتَلَاوَمُوۡنَ ﴿۳۰﴾
فاقبل بعضهم علی بعض یتلاومون ﴿۳۰﴾

তারপর তারা একে অপরের প্রতি দোষারোপ করতে লাগল। আল-বায়ান

অতঃপর তারা একে অপরের দিকে এগিয়ে গিয়ে পরস্পরের প্রতি দোষারোপ করতে লাগল। তাইসিরুল

অতঃপর তারা একে অপরের প্রতি দোষারোপ করতে লাগল। মুজিবুর রহমান

Then they approached one another, blaming each other. Sahih International

৩০. তারপর তারা একে অন্যের প্রতি দোষারোপ করতে লাগল।

-

তাফসীরে জাকারিয়া

(৩০) অতঃপর তারা একে অপরের প্রতি দোষারোপ করতে লাগল।

-

তাফসীরে আহসানুল বায়ান