৬৮ সূরাঃ আল-কলম | Al-Qalam | سورة القلم - আয়াতঃ ২৮
৬৮:২৮ قَالَ اَوۡسَطُهُمۡ اَلَمۡ اَقُلۡ لَّكُمۡ لَوۡ لَا تُسَبِّحُوۡنَ ﴿۲۸﴾
قال اوسطهم الم اقل لكم لو لا تسبحون ﴿۲۸﴾

তাদের মধ্যে সবচেয়ে ভাল ব্যক্তিটি বলল, ‘আমি কি তোমাদেরকে বলিনি যে, তোমরা কেন (আল্লাহর) তাসবীহ পাঠ করছ না’? আল-বায়ান

তাদের মধ্যেকার সবচেয়ে ভাল লোকটি বলল, ‘আমি কি তোমাদেরকে বলিনি যে, তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছ না কেন?’ তাইসিরুল

তাদের শ্রেষ্ঠ ব্যক্তি বললঃ আমি কি তোমাদেরকে বলিনি? এখন তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছনা কেন? মুজিবুর রহমান

The most moderate of them said, "Did I not say to you, 'Why do you not exalt [Allah]?' " Sahih International

২৮. তাদের শ্রেষ্ঠ ব্যক্তি বলল, আমি কি তোমাদেরকে বলিনি, এখনো তোমরা আল্লাহ্‌র পবিত্রতা ও মহিমা ঘোষণা করছ না কেন?

-

তাফসীরে জাকারিয়া

(২৮) তাদের শ্রেষ্ঠ ব্যক্তি বলল, ‘আমি কি তোমাদেরকে বলিনি? তোমরা (আল্লাহর) পবিত্রতা ও মহিমা ঘোষণা করছ না কেন?’ [1]

[1] কেউ কেউ এখানে ‘তাসবীহ’ (আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা) করা বলতে ‘ইন শাআল্লাহ’ বলা বুঝিয়েছেন।

তাফসীরে আহসানুল বায়ান