৬৮ সূরাঃ আল-কলম | Al-Qalam | سورة القلم - আয়াতঃ ১২
৬৮:১২ مَّنَّاعٍ لِّلۡخَیۡرِ مُعۡتَدٍ اَثِیۡمٍ ﴿ۙ۱۲﴾
مناع للخیر معتد اثیم ﴿۱۲﴾

ভাল কাজে বাধাদানকারী, সীমালঙ্ঘনকারী অপরাধী, আল-বায়ান

যে ভাল কাজে বাধা দেয়, সীমালঙ্ঘনকারী, পাপিষ্ঠ, তাইসিরুল

যে কল্যাণের কাজে বাঁধা দান করে, সে সীমালংঘনকারী, পাপিষ্ঠ। মুজিবুর রহমান

A preventer of good, transgressing and sinful, Sahih International

১২. কল্যাণের কাজে বাধা দানকারী, সীমালঙ্ঘনকারী, পাপিষ্ঠ,

-

তাফসীরে জাকারিয়া

(১২) যে কল্যাণের কাজে বাধাদান করে, যে সীমালংঘনকারী, পাপিষ্ঠ।

-

তাফসীরে আহসানুল বায়ান