৫৬ সূরাঃ আল-ওয়াকিয়া | Al-Waqi'a | سورة الواقعة - আয়াতঃ ৪৬
৫৬:৪৬ وَ كَانُوۡا یُصِرُّوۡنَ عَلَی الۡحِنۡثِ الۡعَظِیۡمِ ﴿ۚ۴۶﴾
و كانوا یصرون علی الحنث العظیم ﴿۴۶﴾

আর তারা জঘন্য পাপে লেগে থাকত। আল-বায়ান

আর অবিরাম ক’রে যেত বড় বড় পাপের কাজ, তাইসিরুল

এবং তারা অবিরাম লিপ্ত ছিল ঘোরতর পাপ কর্মে। মুজিবুর রহমান

And they used to persist in the great violation, Sahih International

৪৬. আর তারা অবিরাম লিপ্ত ছিল ঘোরতর পাপকাজে।

-

তাফসীরে জাকারিয়া

(৪৬) এবং অবিরাম লিপ্ত ছিল ঘোরতর পাপকর্মে।

-

তাফসীরে আহসানুল বায়ান