৫৬:৪৫ اِنَّهُمۡ كَانُوۡا قَبۡلَ ذٰلِكَ مُتۡرَفِیۡنَ ﴿ۚۖ۴۵﴾
انهم كانوا قبل ذلك مترفین ﴿۴۵﴾
নিশ্চয় তারা ইতঃপূর্বে বিলাসিতায় মগ্ন ছিল, আল-বায়ান
ইতোপূর্বে তারা ভোগ বিলাসে মত্ত ছিল, তাইসিরুল
ইতোপূর্বে তারাতো মগ্ন ছিল ভোগ বিলাসে। মুজিবুর রহমান
Indeed they were, before that, indulging in affluence, Sahih International
৪৫. ইতোপূর্বে তারা তো মগ্ন ছিল ভোগ-বিলাসে
-
তাফসীরে জাকারিয়া(৪৫) ইতিপূর্বে তারা তো মগ্ন ছিল ভোগ-বিলাসে। [1]
[1] অর্থাৎ, পার্থিব জীবনে পরকাল থেকে উদাসীন হয়ে ভোগ-বিলাসে ডুবে ছিল।
তাফসীরে আহসানুল বায়ান