৫৩:৮ ثُمَّ دَنَا فَتَدَلّٰی ۙ﴿۸﴾
ثم دنا فتدلی ﴿۸﴾
তারপর সে নিকটবর্তী হল, অতঃপর আরো কাছে এল। আল-বায়ান
অতঃপর সে (নবীর) নিকটবর্তী হল, অতঃপর আসলো আরো নিকটে, তাইসিরুল
অতঃপর সে তার নিকটবর্তী হল, অতি নিকটবর্তী। মুজিবুর রহমান
Then he approached and descended Sahih International
৮. তারপর তিনি তার কাছাকাছি হলেন, অতঃপর খুব কাছাকাছি,
-
তাফসীরে জাকারিয়া(৮) অতঃপর সে তার (রসূল)এর নিকটবর্তী হল, অতি নিকটবর্তী। [1]
[1] অর্থাৎ, অতঃপর যমীনে অবতরণ করলেন এবং ধীরে ধীরে নবী করীম (সাঃ)-এর নিকটবর্তী হলেন।
তাফসীরে আহসানুল বায়ান