৩৭ সূরাঃ আস-সাফফাত | As-Saffat | سورة الصافات - আয়াতঃ ১৫৭
৩৭:১৫৭ فَاۡتُوۡا بِكِتٰبِكُمۡ اِنۡ كُنۡتُمۡ صٰدِقِیۡنَ ﴿۱۵۷﴾
فاتوا بكتبكم ان كنتم صدقین ﴿۱۵۷﴾

অতএব তোমরা সত্যবাদী হলে তোমাদের কিতাব নিয়ে আস। আল-বায়ান

তোমরা সত্যবাদী হলে নিয়ে এসো তোমাদের কিতাব। তাইসিরুল

তোমরা সত্যবাদী হলে তোমাদের কিতাব উপস্থিত কর। মুজিবুর রহমান

Then produce your scripture, if you should be truthful. Sahih International

১৫৭. তোমরা সত্যবাদী হলে তোমাদের কিতাব(১) উপস্থিত কর।

(১) কাতাদাহ বলেন, এখানে কিতাব বলে, গ্রহণযোগ্য ওযর উদ্দেশ্য। [তাবারী]

তাফসীরে জাকারিয়া

(১৫৭) তোমরা সত্যবাদী হলে তোমাদের গ্রন্থ উপস্থিত কর। [1]

[1] অর্থাৎ, এই বিশ্বাসের শুদ্ধতা বিবেক মেনে নেয় না যে, আল্লাহর সন্তান আছে; তাতেও আবার কন্যাসন্তান। যদি তাই হয়, তাহলে কোন প্রমাণ দেখাও, আল্লাহর নাযিলকৃত কোন একটি কিতাব দেখাও, যাতে আল্লাহর সন্তানের স্বীকারোক্তি বা প্রমাণ আছে?

তাফসীরে আহসানুল বায়ান