আর নিশ্চয় ইবরাহীম তার দীনের অনুসারীদের অন্তর্ভুক্ত। আল-বায়ান
অবশ্যই ইবরাহীম ছিল তারই দলের লোক। তাইসিরুল
ইবরাহীম তার অনুগামীদের অন্তর্ভুক্ত। মুজিবুর রহমান
And indeed, among his kind was Abraham, Sahih International
৮৩. আর ইবরাহীম তো তার অনুগামীদের অন্তর্ভুক্ত।(১)
(১) ইবরাহীম আলাইহিস সালামের কাহিনী বিস্তারিত দেখুন, তার পিতা ও সম্প্রদায়ের সাথে তার বিভিন্ন আলোচনা, সূরা মারইয়াম: ৪১–৪৯; সূরা আশ-শু'আরা: ৬৯–৭০৷ ইবন আব্বাস বলেন, এখানে তার অনুগামী বলে, তার দ্বীনের অনুগামী বোঝানো হয়েছে। [তাবারী] মুজাহিদ বলেন, তার পদ্ধতি ও নিয়ম-নীতির অনুগামী বোঝানো হয়েছে। [তাবারী]
তাফসীরে জাকারিয়া(৮৩) নিশ্চয় ইব্রাহীম তার অনুসারীদের একজন। [1]
[1] شيعةٌ এর অর্থ দল ও স্বমতাবলম্বী, অনুসরণকারী। অর্থাৎ ইবরাহীম জ দ্বীনদার ও তাওহীদবাদীদের সেই দলের অন্তর্ভুক্ত ছিলেন, যাঁরা নূহ (আঃ)-এর মতই আল্লাহর নৈকট্য লাভের বিশেষ তাওফীক পেয়েছিলেন।
তাফসীরে আহসানুল বায়ান