২৬ সূরাঃ আশ-শুআ'রা | Ash-Shu'ara | سورة الشعراء - আয়াতঃ ১১৫
২৬:১১৫ اِنۡ اَنَا اِلَّا نَذِیۡرٌ مُّبِیۡنٌ ﴿۱۱۵﴾ؕ
ان انا الا نذیر مبین ۱۱۵

‘আমি তো কেবল সুস্পষ্ট সতর্ককারী’। আল-বায়ান

আমি তো শুধু একজন সুস্পষ্ট সতর্ককারী।’ তাইসিরুল

আমিতো শুধু একজন স্পষ্ট সতর্ককারী। মুজিবুর রহমান

I am only a clear warner." Sahih International

১১৫. আমি তো শুধু একজন স্পষ্ট সতর্ককারী।

-

তাফসীরে জাকারিয়া

(১১৫) আমি তো কেবল একজন স্পষ্ট সতর্ককারী।’ [1]

[1] অতএব যে আল্লাহর ভয়ে আমার আনুগত্য করবে, সে আমার ও আমি তার। দুনিয়ার চোখে সে উচ্চ হোক অথবা নীচ, সম্মানিত হোক বা অসম্মানিত।

তাফসীরে আহসানুল বায়ান