২৬ সূরাঃ আশ-শুআ'রা | Ash-Shu'ara | سورة الشعراء - আয়াতঃ ১১২
২৬:১১২ قَالَ وَ مَا عِلۡمِیۡ بِمَا كَانُوۡا یَعۡمَلُوۡنَ ﴿۱۱۲﴾ۚ
قال و ما علمی بما كانوا یعملون ﴿۱۱۲﴾

নূহ বলল, ‘তারা কি করে তা জানা আমার কী প্রয়োজন’? আল-বায়ান

নূহ বলল- ‘তারা কী করত সেটা আমার জানা নেই। তাইসিরুল

নূহ বললঃ তারা কি কাজ করছে তা জানা আমার কি দরকার? মুজিবুর রহমান

He said, "And what is my knowledge of what they used to do? Sahih International

১১২. নূহ বললেন, তারা কী করত তা আমার জানার কি দরকার?

-

তাফসীরে জাকারিয়া

(১১২) নূহ বলল, ‘ওরা কি করত, তা আমি জানি না। [1]

[1] আমাকে এ দায়িত্ব দেওয়া হয়নি যে, আমি মানুষের বংশ পরিচয়, ধনী, গরীব ও তাদের পেশা সম্পর্কে খোঁজ নেব, বরং আমার দায়িত্ব শুধুমাত্র এই যে, আমি ঈমানের প্রতি আহবান করব এবং যারা এই আহবানে সাড়া দেবে তাদেরকে নিজের দলভুক্ত করব, তাতে সে যেমনই হোক না কেন।

তাফসীরে আহসানুল বায়ান