২৬ সূরাঃ আশ-শুআ'রা | Ash-Shu'ara | سورة الشعراء - আয়াতঃ ৫৮
২৬:৫৮ وَّ كُنُوۡزٍ وَّ مَقَامٍ كَرِیۡمٍ ﴿ۙ۵۸﴾
و كنوز و مقام كریم ﴿۵۸﴾

আর ধনভান্ডার ও মর্যাদাপূর্ণ অবস্থান থেকে। আল-বায়ান

আর ধনভন্ডারসমূহ ও সম্মানজনক অবস্থান থেকে। তাইসিরুল

এবং ধন ভান্ডার ও সুরম্য সৌধমালা হতে। মুজিবুর রহমান

And treasures and honorable station - Sahih International

৫৮. এবং ধন-ভাণ্ডার ও সুরম্য সৌধমালা হতে।

-

তাফসীরে জাকারিয়া

(৫৮) এবং ধনভান্ডার ও সুরম্য সৌধমালা হতে। [1]

[1] অর্থাৎ, ফিরআউন ও তার সৈন্য-সামন্ত বনী-ইস্রাঈলের পিছু নিল ঠিকই, কিন্তু তাদের আর নিজেদের ঘরে ফিরার সৌভাগ্য হল না। এইভাবে মহান আল্লাহ নিজ ইচ্ছায় ও হিকমতে তাদেরকে সমস্ত নিয়ামত হতে বঞ্চিত করে অন্যদেরকে তার উত্তরাধিকারী করলেন।

তাফসীরে আহসানুল বায়ান