২৩:১৩ ثُمَّ جَعَلۡنٰهُ نُطۡفَۃً فِیۡ قَرَارٍ مَّكِیۡنٍ ﴿۪۱۳﴾
ثم جعلنه نطفۃ فی قرار مكین ﴿۱۳﴾
তারপর আমি তাকে শুক্ররূপে সংরক্ষিত আধারে স্থাপন করেছি। আল-বায়ান
অতঃপর আমি তাকে শুক্রবিন্দু রূপে এক সংরক্ষিত আধারে স্থাপন করেছি। তাইসিরুল
অতঃপর আমি ওকে শুক্রবিন্দু রূপে স্থাপন করি এক নিরাপদ আধারে। মুজিবুর রহমান
Then We placed him as a sperm-drop in a firm lodging. Sahih International
১৩. তারপর আমরা তাকে শুক্রবিন্দুরূপে স্থাপন করি এক নিরাপদ ভাণ্ডারে;
-
তাফসীরে জাকারিয়া(১৩) অতঃপর আমি ওকে শুক্রবিন্দু রূপে স্থাপন করি এক নিরাপদ আধারে (জরায়ুতে)। [1]
[1] নিরাপরাধ আধার বা স্থান বলতে মায়ের গর্ভাশয় বা জরায়ু, যেখানে বাচ্চা প্রায় ৯ মাস নিরাপদে লালিত-পালিত হয়ে থাকে।
তাফসীরে আহসানুল বায়ান