১৯ সূরাঃ মারইয়াম | Maryam | سورة مريم - আয়াতঃ ৫৩
১৯:৫৩ وَ وَهَبۡنَا لَهٗ مِنۡ رَّحۡمَتِنَاۤ اَخَاهُ هٰرُوۡنَ نَبِیًّا ﴿۵۳﴾
و وهبنا لهٗ من رحمتنا اخاه هرون نبیا ﴿۵۳﴾

আর আমি স্বীয় অনুগ্রহে তার জন্য তার ভাই হারূনকে নবীরূপে দান করলাম। আল-বায়ান

আর আমি স্বীয় অনুগ্রহে তাকে দান করেছিলাম তার ভাই হারূনকে, সেও ছিল একজন নবী। তাইসিরুল

আমি নিজ অনুগ্রহে তাকে দিলাম তার ভাই হারূনকে, নাবীরূপে। মুজিবুর রহমান

And We gave him out of Our mercy his brother Aaron as a prophet. Sahih International

৫৩. আর আমরা নিজ অনুগ্রহে তাকে দিলাম তার ভাই হারূনকে নবীরূপে।

-

তাফসীরে জাকারিয়া

(৫৩) আমি নিজ অনুগ্রহে তাকে দিলাম তার ভ্রাতা হারূনকে নবীরূপে।

-

তাফসীরে আহসানুল বায়ান