১৮:২৩ وَ لَا تَقُوۡلَنَّ لِشَایۡءٍ اِنِّیۡ فَاعِلٌ ذٰلِكَ غَدًا ﴿ۙ۲۳﴾
و لا تقولن لشایء انی فاعل ذلك غدا ﴿۲۳﴾
আর কোন কিছুর ব্যাপারে তুমি মোটেই বলবে না যে, ‘নিশ্চয় আমি তা আগামী কাল করব’, আল-বায়ান
কোন বিষয় সম্পর্কে কক্ষনো বল না যে, ‘ওটা আমি আগামীকাল করব।’ তাইসিরুল
কখনই তুমি কোন বিষয়ে বলনা - আমি ওটা আগামীকাল করব – মুজিবুর রহমান
And never say of anything, "Indeed, I will do that tomorrow," Sahih International
২৩. আর কখনই আপনি কোন বিষয়ে বলবেন না, আমি তা আগামীকাল করব,
-
তাফসীরে জাকারিয়া(২৩) কখনই তুমি কোন বিষয়ে বলো না যে, ‘আমি ওটা আগামীকাল করব’--
-
তাফসীরে আহসানুল বায়ান