২৬. আশ-শুআ'রা
২৬:৭৯ وَ الَّذِیۡ هُوَ یُطۡعِمُنِیۡ وَ یَسۡقِیۡنِ ﴿ۙ۷۹﴾
‘আর যিনি আমাকে খাওয়ান এবং পান করান’। আল-বায়ান
আর তিনিই আমাকে খাওয়ান ও পান করান। তাইসিরুল
তিনিই আমাকে দান করেন আহার্য ও পানীয়। মুজিবুর রহমান
And it is He who feeds me and gives me drink. Sahih International
৭৯. আর তিনিই আমাকে খাওয়ান ও পান করান।
-
তাফসীরে জাকারিয়া(৭৯) তিনিই আমাকে খাওয়ান এবং তিনিই আমাকে পান করান। [1]
[1] অর্থাৎ, নানান প্রকার ও বিভিন্ন ধরনের রুযীর সৃষ্টিকর্তা। আর যে পানি আমরা পান করি, তার সরবরাহকারীও তিনি।
তাফসীরে আহসানুল বায়ান
দেখানো হচ্ছেঃ ১ থেকে ১ পর্যন্ত, সর্বমোট ১ টি রেকর্ডের মধ্য থেকে