তারপর তিনি তাকে মৃত্যু দেন এবং তাকে কবরস্থ করেন। আল-বায়ান
অতঃপর তার মৃত্যু ঘটান এবং তাকে কবরস্থ করেন। তাইসিরুল
অতঃপর তার মৃত্যু ঘটান এবং তাকে কাবরস্থ করেন। মুজিবুর রহমান
Then He causes his death and provides a grave for him. Sahih International
২১. এরপর তার মৃত্যু ঘটান এবং তাকে কবরস্থ করেন।
-
তাফসীরে জাকারিয়া২১। অতঃপর তার মৃত্যু ঘটান এবং তাকে কবরস্থ করেন। [1]
[1] অর্থাৎ, মৃত্যুর পর তাকে কবরে দাফন করার হুকুম দেওয়া হয়েছে; যাতে তার সম্মান ও কদর বজায় থাকে। নচেৎ হিংস্র পশু-পক্ষী তার লাশকে ছিঁড়ে-ফেড়ে খেতো এবং তাতে তার অসম্মান হত।
তাফসীরে আহসানুল বায়ানতারপর যখন তিনি ইচ্ছা করবেন, তাকে পুনর্জীবিত করবেন। আল-বায়ান
অতঃপর যখন তিনি চাইবেন তাকে আবার জীবিত করবেন। তাইসিরুল
এরপর যখন ইচ্ছা তিনি তাকে পুনরুজ্জীবিত করবেন। মুজিবুর রহমান
Then when He wills, He will resurrect him. Sahih International
২২. এরপর যখন ইচ্ছে তিনি তাকে পুনর্জীবিত করবেন।(১)
(১) অর্থাৎ মৃত্যুর পর আল্লাহ্ তা'আলাই মানুষকে পুনরুজ্জীবিত করবেন। একমাত্র তিনিই এগুলো করার ক্ষমতা রাখেন। তারপরও মানুষ তাঁকে অস্বীকার করে, তাঁর হক আদায় করে না। [সা’দী] আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, দুই ফুঁৎকারের মধ্যবর্তী সময় হবে চল্লিশ। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহুর সাথীরা বলল, চল্লিশ দিন? আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি এটা বলতে অস্বীকার করছি, তারা বলল, চল্লিশ বছর? তিনি বললেন, আমি এটা বলতেও অস্বীকার করছি। তারা বলল, তাহলে কি চল্লিশ মাস? তিনি বললেন, আমি এটাও বলতে অস্বীকার করছি। তবে মানুষের সবকিছু পঁচে যায় একমাত্র মেরুদণ্ডের নিম্নভাগের একটি ছোট্ট কোষ ব্যতীত। তার উপরই আবার সৃষ্টি জড়ো হবে।” [বুখারী ৪৮১৪, মুসলিম: ২৯৫৫]
তাফসীরে জাকারিয়া২২। এরপর যখন ইচ্ছা তিনি তাকে পুনরুজ্জীবিত করবেন।
-
তাফসীরে আহসানুল বায়ান