৮০ সূরাঃ আবাসা | Abasa | سورة عبس - আয়াতঃ ২১
৮০:২১ ثُمَّ اَمَاتَهٗ فَاَقۡبَرَهٗ ﴿ۙ۲۱﴾
ثم اماتهٗ فاقبرهٗ ﴿۲۱﴾

তারপর তিনি তাকে মৃত্যু দেন এবং তাকে কবরস্থ করেন। আল-বায়ান

অতঃপর তার মৃত্যু ঘটান এবং তাকে কবরস্থ করেন। তাইসিরুল

অতঃপর তার মৃত্যু ঘটান এবং তাকে কাবরস্থ করেন। মুজিবুর রহমান

Then He causes his death and provides a grave for him. Sahih International

২১. এরপর তার মৃত্যু ঘটান এবং তাকে কবরস্থ করেন।

-

তাফসীরে জাকারিয়া

২১। অতঃপর তার মৃত্যু ঘটান এবং তাকে কবরস্থ করেন। [1]

[1] অর্থাৎ, মৃত্যুর পর তাকে কবরে দাফন করার হুকুম দেওয়া হয়েছে; যাতে তার সম্মান ও কদর বজায় থাকে। নচেৎ হিংস্র পশু-পক্ষী তার লাশকে ছিঁড়ে-ফেড়ে খেতো এবং তাতে তার অসম্মান হত।

তাফসীরে আহসানুল বায়ান