কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৯০ সূরাঃ আল-বালাদ | Al-Balad | سورة البلد - আয়াত নং - ৯ - মাক্কী
৯০ : ৯ وَ لِسَانًا وَّ شَفَتَیۡنِ ۙ﴿۹﴾
আর একটি জিহবা ও দু’টি ঠোঁট? আল-বায়ান
আর একটা জিহবা আর দু’টো ঠোঁট? তাইসিরুল
তার জিহবা ও ওষ্ঠদ্বয়? মুজিবুর রহমান
And a tongue and two lips? Sahih International
৯. আর জিহ্বা ও দুই ঠোঁট?
-
তাফসীরে জাকারিয়া৯। আর জিহ্বা ও ওষ্ঠাধর? [1]
[1] জিহ্বা দ্বারা সে কথা বলে এবং নিজের মনের ইচ্ছা প্রকাশ করতে পারে। আর ওষ্ঠাধর (দুই ঠোঁট) দ্বারা সে বলা এবং খাওয়ার কাজে সহযোগিতা নিয়ে থাকে। এ ছাড়া এগুলো তার চেহারা ও মুখমন্ডলের সৌন্দর্যের বিশেষ কারণও বটে।
তাফসীরে আহসানুল বায়ান