কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৮৩ সূরাঃ আল-মুতাফফিফীন | Al-Mutaffifin | سورة المطففين - আয়াত নং - ২৭ - মাক্কী
৮৩ : ২৭ وَ مِزَاجُهٗ مِنۡ تَسۡنِیۡمٍ ﴿ۙ۲۷﴾
আর তার মিশ্রণ হবে তাসনীম থেকে। আল-বায়ান
তাতে মেশানো থাকবে ‘তাসনীম, তাইসিরুল
ওর মিশ্রণ হবে তাসনীমের। মুজিবুর রহমান
And its mixture is of Tasneem, Sahih International
২৭. আর তার মিশ্রণ হবে তাসনীমের(১),
(১) তাসনীম মানে উন্নত ও উঁচু। [ফাতহুল কাদীর] কোন কোন মুফাসসির বলেন, কোন ঝরণাকে তাসনীম বলার মানে হচ্ছে এই যে, তা উঁচু থেকে প্রবাহিত হয়ে নীচের দিকে আসে। [ফাতহুল কাদীর]
তাফসীরে জাকারিয়া২৭। এর মিশ্রণ হবে তাসনীমের (পানির)। [1]
[1] ‘তাসনীম’ শব্দের অর্থ হল উচ্চতা। উটের কুঁজ তার শরীর থেকে উঁচু, তাই তাকে ‘সিনাম’ বলা হয়। কবর উঁচু করাকেও ‘তাসনীমুল ক্বুবূর’ বলা হয়। ভাবার্থ এটাই হল যে, উক্ত মদিরায় তাসনীম শারাবের মিশ্রণ থাকবে; যা জান্নাতের উঁচু এলাকার এক ঝরনা থেকে প্রবাহিত হবে। আর এটা জান্নাতের সবচেয়ে উত্তম ও উচ্চ পর্যায়ের বিশুদ্ধ শারাব হবে।
তাফসীরে আহসানুল বায়ান